রেটিনার সমস্যা ধরা পড়েছে সাকিবের বাঁ চোখে

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৪

ক্রিকেটার সাকিব আল হাসানের বাম চোখে রেটিনার সমস্যা ধরা পড়েছে। নমনীয় চিকিৎসা পদ্ধতিতে সেটা সেরে যাবে। এ কারণে অস্ত্রপোচার দরকার হবে না। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে চোখের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বিবৃতিতে বিসিবি প্রধান চিকিৎসক . দেবাশিস চৌধুরী বলেছেন, সাকিবের বাঁ চোখে সূক্ষ্ম একটা সমস্যা ধরা পড়েছে। এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন তিনি। একাধিক মূল্যায়নের পর এটা নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি চোখের রেটিনাকে প্রভাবিত করে। এতে দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে। তবে সাকিবের ক্ষেত্রে সমস্যা সমাধানে চিকিৎসকরা অস্ত্রোপচারে যাচ্ছেন না। নমনীয় চিকিৎসা পদ্ধতিতেইে এটা ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তারা।

এদিকে চোখের চিকিৎসা শেষে ঢাকা ফিরছেন সাকিব আল হাসান। ঢাকায় ফিরে বিপিএল- এ সিলেটে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর