‘অশোভন’ আচরণ করায় মারুফ মৃধাকে আইসিসির শাস্তি

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মারুফ মৃধাকে আইসিসি থেকে তিরস্কার করার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে আইসিসির কোড অব কনডাক্ট এর ধাপ- অমান্য করার কারণ দেখিয়ে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। গত ২৪ মাসে প্রথমবারের মতো তাকে শাস্তি দিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির বিধিনিষেধ সংশ্লিষ্ট ধারা . বলা হয়েছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারবে না।

আইসিসি বলছে, ঘটনাটি ঘটেছে ভারতের ইনিংসের ৪৪ তম ওভারে। ভারতের ব্যাটার আরাভেলি আভানিশকে আউট করার পর আক্রমণাত্মকভাবে দু’বার ড্রেসির রুমের দিকে ইশারা করে তাকে মাঠ ছাড়ার বিষয়টি জানান মারুফ। তার এ আচরণ আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতি বিরুদ্ধ কাজ। তার বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য শাইদ ওদভালা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর