সাতক্ষীরা-১ আসনের তালা উপজেলার জাল ভোট দেওয়ার ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ৩ ভোটগ্রহণ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) দুপুরে মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিস্কৃতরা হলেন, সহকারী প্রিজাডিং অফিসার নব কুমার পাইন, পোলিং অফিসার শাহাজউদ্দিন ও জি এম বারাকাত হুসাইন। মানিকহার কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উদয় কুমার জানান, দুপুরে মানিকহার গ্রামের শামায়েল সরদার (ভোটার নং ০৪৫৫) ভোট দিতে এসে দেখেন- কে বা কারা তার ভোট দিয়ে গেছে। এ অভিযোগ পাওয়ার পরে ১ঘন্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে কর্তৃপক্ষ এসে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসারকে বহিস্কার করে। পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন জানান, এ ঘটনায় তিনজনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে