মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার আটঘরিয়ার ভোটগ্রহণ কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক কর্মশালা থেকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উপজেলায় এবারে ৪৫ কেন্দ্রের ৫০ জন প্রিজাইডিং অফিসার, ২৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৪৫ জন পোলিং অফিসার কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
এদিকে প্রশিক্ষণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. রোখশানা পারভীন প্রমুখ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে