আটঘরিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার আটঘরিয়ার ভোটগ্রহণ কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক কর্মশালা থেকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এ উপজেলায় এবারে ৪৫ কেন্দ্রের ৫০ জন প্রিজাইডিং অফিসার, ২৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ৫৪৫ জন পোলিং অফিসার কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

এদিকে প্রশিক্ষণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. রোখশানা পারভীন প্রমুখ।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর