পাবনার চাটমোহরে স্বপ্না খাতুন (২৪ ) নামে এক গৃহবধূর লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বসতঘরের ডাবের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বামীর পরিবারের লোকজন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পরে পবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্বপ্না খাতুনের স্বামীর নাম নাইম। তিনি পবাখালী গ্রামেরই বাসিন্দা, চা বিক্রেতা।
এলাকাবাসী জানায়, ধানের গুড়া বিক্রি করাকে কেন্দ্র করে এ দিন দুপুরে এ দম্পতির মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকালে নাইম তার চায়ের দোকানে চা বিক্রি করতে চলে যায়, রাত সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরেন তিনি। তিনিই স্বপ্নাকে ঘরের ডাবের সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় চিৎকার দিলে স্বপ্নার শাশুড়িসহ প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয় তাকে। ওড়না দ্বারা ফাঁস দিয়েছিলেন তিনি।
এলাকাবাসী আরো জানায়, ৫ বছর আগে নাইমের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। তাদের সানাউল নামে ২ বছর বয়সী একটি সন্তান আছে। এদিকে পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি২৪ অনলাইন/সি/এমকে