নির্বাচন উপলক্ষে চাটমোহরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার চাটমোহরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। চাটমোহর সরকারি কলেজ মাঠে শনিবার (২৩ ডিসেম্বর)  এ সভা হয়। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

 

পাবনা-৩ আসনের তিন উপজেলা- চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। বক্তব্য দেন- এ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মকবুল হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, যুগ্ম সম্পাদক এ্যাড.আব্দুল আহাদ বাবু, সদস্য কামিল হোসেন, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর