নাটোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের প্রার্থীসহ ৯ জন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর- আসনে (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তারা।

গুরুদাসপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গুরুদাসপুর পৌর .লীগের সভাপতি জাহিদুল ইসলাম এবং নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শোভন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের পুত্র। তারা দু‘জনই আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পাননি।

অন্যদিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, সেখানে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলাউদ্দিন মৃধা, জাকের পার্টির প্রার্থী রবিউল করিম, বাংলাদেশ কংগ্রেস পার্টি শান্তি রিবেরু, স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদ ও বড়াউগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আয়নাল ডাক্তারের সহধর্মীনী জাহানারা বেগম। জাহানারা বেগম বনপাড়া পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা।  এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃনমুল বিএনপির প্রার্থী আব্দুল খালেক।


 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর