কয়লা,গ্যাস ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩

কয়লা,গ্যাস   জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় প্রতিকী প্রদর্শনী হয়েছে।সোমবার (২৮ নভেম্বর) সকালে শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিভিন্ন দাবি তুলে ধরে এ প্রতিকী প্রদর্শনী হয়।

বিডাবলুজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রূপ ফর ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট, ক্লীন, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভার্মেন্টাল একশন টেওয়ার্ক) এবং স্বদেশে   যৌথভাবে এ প্রতিকী প্রদর্শনীর আয়োজন করে। 

প্রতিকী প্রদর্শনীর অনুষ্ঠানে বক্তব্য দেন- শিক্ষাবিদ ফজলুল হক, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্য আবদুস সামাদ, ভূমিহীন নেতা কওসার আলী, নদী, খাল জলাশয় রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দীন, সাংবাদিক উন্নয়নকর্মী ফারুক রহমান, যুব অধিকারকর্মী জয় সরদার, কৃষি অধিকারকর্মী রাহাত রাজা, সাংবাদিক ইয়ারুল ইসলাম, কলেজ শিক্ষার্থী শিহাব, হাফিজুর রহমান, উন্নয়নকর্মী মফিকুল ইসলাম প্রমুখ।

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর