কিশোরগঞ্জের ৬ আসনে নৌকার মাঝি হেভিওয়েটরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩

 

কিশোরগঞ্জের প্রতিটি আসনই আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত। ১৩টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে জেলার ৬টি সংসদীয় আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

কিশোরগঞ্জ সদর হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- সংসদীয় আসন। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছৈন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেযে সৈয়দা জাকিয়া নূর লিপি। কটিয়াদী পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ।

 

করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। হাওর অধ্যুষিত ইটনা-মিঠামইন অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক।

 

নিকলী বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- আসনে  টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন। ভৈরব কুলিয়ারচর নিয়ে কিশোরগঞ্জ- আসনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন

 

 

বিডি/মাহবুবুর রহমান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর