একশ’ টাকা ফিসে চিকিৎসাসেবা পেলেন অর্ধশতাধিক মানুষ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩

 

পাবনার চাটমোহরে বেশ কয়েকটি ‘কমন’ রোগের চিকিৎসাসেবা প্রদানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প হয়েছে। এ ক্যাম্পে গ্রামীণ জনপদের অধর্শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ জন্য রোগীদের জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১০০ টাকা।

 

শুক্রবার (২৪ নভেম্বর) উপজেলার সীমান্ত এলাকার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প হয়। সেখানে রোগী দেখেছেন হান্ডিয়ালের সন্তান ডা.  হালিমা খন্দকার হিমু, ডা. আল-ফারুক আহমদ  ডা. হুমায়ুন কবীর। তারা রাজশাহীতে ‘প্রাকটিস’ করেন।

 

জানা গেছে, মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম যৌন, গাইনী, বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ডায়াবেটিস, পেটে জ্বালাপোড়া, উচ্চ রক্তচাপ, প্রশ্রাবে জ্বালাপোড়া, অ্যাজমা, শ্বাস:কষ্ট, হাঁপানি, গ্যাস্ট্রিকের ব্যথা রোগের চিকিৎসাসেবা দেয়া হয়।

 

এছাড়া এ ক্যাম্পে স্বল্প খরচে রোগীদের আল্ট্রাসনো, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার নির্ণয় করা হয়।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর