মন্তব্য
সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতালার একটি ঘর থেকে আজাহার আলী নামে এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাইনের আরও লিটন বলেন, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি যশোর জেলার রাজারহাট এলাকার বাসিন্দা। এর আগে গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন তিনি।
সাতক্ষীরা পুলিশ লাইনের আরও লিটন বলেন, তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটি নিয়ে তদন্ত চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে