চাটমোহরে দাম্পত্য কলহে স্বামীর আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে ইঁদুর নিধনে ব্যবহৃত মানুষের জন্য প্রাণহানিকর গ্যাস ট্যাবলেট সেবন করে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি বরদানগর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাতে নিজের বাড়িতে এ ট্যাবলেট সেবন করেন তিনি। এতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে চাটমোহর সরকারি হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর