মন্তব্য
জয়পুরহাটে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশে ওড়না দিয়ে ঢাকা ছিল লাশটি।
আনোয়ারা বেগম (৪০) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতআনা আলীরহাট এলাকার বাসিন্দা সেলিম হোসেনের পরিত্যক্তা স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, ঘটনাস্থলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, আনোয়ারা বেগমের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর কেউ তাকে এখানে ফেলে গেছেন।
বিডি/সি/এমকে