ঈশ্বরগঞ্জে জামায়াতের দুই নেতাকর্মী গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতে ইসলামী  দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাদের আটকের পর এ মামলা করা হয়। মামলায় তাদের দু’জনসহ মোট ৯ নামীয় এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মগটুলা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী সাইফুল ইসলাম (৫০) উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামের মৃত মিয়া বক্স মুন্সির পুত্র জামাত কর্মী কাজী শহিদুল ইসলাম (৫৫)

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভাস্থ চরনিখলা গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন রেললাইনের পাশে থেকে তাদের আটক করা হয়। জামাতের কিছু নেতাকর্মী সরকারি সম্পদ ধ্বংস করার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, সরকারি স্থাপনা ধ্বংসে পরিকল্পনা করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে


মন্তব্য
জেলার খবর