দাম পাচ্ছে না চাষীরা, মুনাফা গুনছেন মধ্যস্বত্তভোগী

রবি
১৮ সেপ্টেম্বর ২০২৩

উৎপাদিত কৃষিপণ্য চাষীর হাতে থাকা অবধি বাজার নিম্নমুখী। কিন্তু হাত ছাড়া হওয়ার পর দাম বাড়তে থাকে। বর্ধিত দামে এসব পন্য কিনতে হিমশিম খেতে হয়ে ভোক্তাকে। তবে কৃষিমন্ত্রী বলছেন, বাজারে অন্যান্য পণ্যের তুলনায় খাদ্যের দাম কম।

 

টাঙ্গাইলের নাগরপুরে রোববার (১৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের জনসভায় অন্যান্য পণ্যের তুলনায় খাদ্য পণ্যের দাম কম থাকার কথা জানান। সেই সঙ্গে দেশে কৃষি কমে যাওয়ায় নিজের শঙ্কাবোধের বিষয়টি জানান তিনি।

 

কৃষিমন্ত্রী বলেন, কৃষি সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল। এখন কৃষি হচ্ছে না। এ জন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে শঙ্কিত।

চাষীর দাম না পাওয়ার বিষয়টি তুলে ধরতে গিয়ে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, গতবছর চাষী আলু বিক্রি করতে পারেনি। এ কারণে আলু ফেলে দিয়েছে।

তবে পেঁয়াজের দাম অনেক বেড়েছে বলেও জানান তিনি।


দেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন-মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের ও সারের দাম বৃদ্ধি পেয়েছে । এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণেও দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।

 

বিডি/আরআই/ এন/এমকে


মন্তব্য
জেলার খবর