এশিয়া কাপের শুরুটা খারাপ করলেও শেষ ভালো করেছে বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর
পর ভারতকে এশিয়া কাপে হারাল সাকিব বাহিনী। ভারতকে শুধু হারানো নয় অল আউটের স্বাদ দিয়েছে
টাইগাররা। আর তাতেই বাজিমাত করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হটিয়ে তালিকার তিনে জায়গা
হয়েছে টাইগারদের।
এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ম্যাচটি
অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার
মধ্যে। এ ম্যাচের পরই জানা যাবে কারা ঘরে তুলছে এবারের এশিয়া কাপের শিরোপা। এ ম্যাচ
শেষে জানা যাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের নাম।
এ দিকে ফাইনালের আগে সুপার ফোর খেলা চার দলের তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারিত
হয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান হয়েছে তিনে। আর চারে পাকিস্তান।
আরআই