মন্তব্য
কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি জামে মসজিদ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক মটর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মইনুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মইনুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মসজিদের পানির জন্য ব্যবহৃত মটরটি গত ১৩ সেপ্টেম্বর রাতে চুরির হয়। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানকালে মইনুল ইসলামকে চোরাইকৃত মটরটিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি/রোকন মিয়া/সি/এমকে