শেষ হলো চাটমোহরে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শেষ হয়েছে তিন দিনব্যাপী ৫০তম জাতীয় আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বালুচরে ফুটবল, কাবাডি,দাবা সাঁতারসহ দেশীয় খেলার বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা হয়।

উপজেলার স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ দিনের প্রতিযোগিতায় ফুটবল ও কাবাডি খেলা হয়।

ফুটবল ইভেন্টে হরিপুর বালিকা বিদ্যালয় ট্রাইবেকারে - গোলে নিমাইচড়া বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রামচন্দ্রপুর আলিম মাদরাসা ট্রাইবেকারে - গোলে ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ওদিকে কাবাডি বালক দলে সেন্ট রিটাস হাইস্কুল বালিকা দলে চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী খেলোয়ারদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সুপারে সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর