ত্বক পরিষ্কার রাখার জন্য নিয়মিত ফেসওয়াশের পাশাপাশি স্ক্রাব করাও জরুরি।
নিয়মিত লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার না করা হলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
সব সময় শুধু ফেসওয়াশ ত্বকের গভীর থাকা নোংরা পরিষ্কার করতে পারে না। সেজন্য প্রয়োজন
পড়ে স্ক্রাবের। কেমিক্যালযুক্ত স্ক্রাব ব্যবহার না করে ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে
পারেন। রান্নাঘরে থাকা বিভিন্ন জিনিস এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।
চিনি এবং কাঁচা দুধ
প্রথমে ২ চামচ চিনির সঙ্গে অল্প কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার এই দুই উপাদানের
মিশ্রণ ঘাড়ে ও মুখে লাগান। চিনি ও দুধের স্ক্রাব দিয়ে ত্বকে অন্তত মিনিট তিনেক ম্যাসাজ
করুন। এই স্ক্রাব সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং কোমল।
ওটস এবং মধু
এই পদ্ধতিতে স্ক্রাব করা সবচেয়ে সহজ। সেজন্য প্রথমে একটি পাত্রে এক চামচ
ওটস পাউডার নিন। এরপর তার সঙ্গে অল্প মধু যোগ করুন। এবার এই দুই উপাদান ত্বকে লাগিয়ে
ভালো করে ঘষুন। স্ক্রাবটি শুধু ত্বকের মৃত কোষই দূর করে না, সেইসঙ্গে এটি ত্বককে টানটান
এবং উজ্জ্বল রাখতে কাজ করে।
চালের গুঁড়া ও লেবুর রস
চালের গুঁড়া ওলেবুর রস মিশিয়ে সেটি ত্বকে লাগান। কিছুক্ষণ আলতো হাতে ম্যাসাজ
করে ধুয়ে ফেলুন।