দরজার কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু
করতে দেশি পর্যবেক্ষক বাড়াতে চায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য শিগগির গণবিজ্ঞপ্তি
জারি করা হতে পারে বলে জানা গেছে।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো: আহসান হাবীব খান
বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সব সময়ই আন্তরিক।
এ কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দিয়ে নির্বাচন পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকুক।
গত ২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত সময়ে ১৯৯টি সংস্থা নিবন্ধনের জন্য আবেদন
করেছিল। পরে আরও ১১টি আবেদন আসে। মোট ২১০টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৮টি সংস্থাকে
নিবন্ধনযোগ্য হিসেবে নির্বাচিত করে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত ৬৮টি সংস্থার বিরুদ্ধে কোনো
আপত্তি থাকলে, তা লিখিতভাবে জানাতে বলেছিল কমিশন। নির্ধারিত সময়ে দুটি সংস্থার বিষয়ে
আপত্তি আসে। এ আপত্তি নিয়ে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। বাকি ৬৬টি সংস্থা
নিবন্ধন পাবে বলে জানা যাচ্ছে।
এ নিরবাচনী পর্যবেক্ষকের সংখ্যা গতবারের তুলনায় কম। গত নির্বাচনে পর্যবেক্ষক
সংস্থা ছিল ৮১টি। এ জন্য এ সংখ্যা বাড়াতে চায়। তাই আবার আবেদন আহ্বান প্রয়োজন। ইসি
সূত্র জানায়, এ বিষয়ে নির্বাচন কমিশনাররা আলোচনা করেছেন। দু-এক দিনের মধ্যে চূড়ান্ত
সিদ্ধান্ত হতে পারে।
আরআই