মোটা টাকা খরচেও বাজারের ব্যাগ ভরছে না ভোক্তার

রবিউল ইসলাম
০২ সেপ্টেম্বর ২০২৩

ডিমের দাম নিয়ে ভোক্তা মহলে অসন্তুষ্টির শেষ নেই। নানা মহলে নানা আলোচনা। নানা পদক্ষেপ গ্রহণের তাগিদ। তারপরও ডিমের দরে মেলেনি স্বস্তি। সেই সাথে এবার বেড়েছে তরকারির দাম। বেশ চড়া মূল্যে কিনতে হচ্ছে সবজি। মোটা টাকা খরচেও ভরছে না বাজরের থলে।

 

এরই মধ্যে পেঁয়াজের বাজারে আবারও আগুন। কারওয়ান বাজারের পাইকারী বাজারে প্রতি পাল্লা অর্থাৎ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে এর দাম ছিল ৮০ টাকা। কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি ৮ টাকা বেড়েছে।

 

পাইকারী বাজারের দাম খুচরা বাজারে গিয়ে আরো বাড়ছে। বাজার ১০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। একই সাথে দাম বেড়েছে আদা ও রসুনের। তাছাড়া কাঁচা মরিচের দামও আকাশ ছোঁয়া। আলুর দাম তরিতরকারির মতো বৃদ্ধি পেয়েছে। বাজার ভেদে প্রতি কেজি আলু ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

মসলা ও তরকারির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। মাছের বাজারে সাধারণ ক্রেতার কপালের ভাঁজ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। কাতলা পৌছে গেছে ৪৫০ আর বাকি মাছের দামও আগের থেকে বেড়েছে।

 

তবে ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস দিচ্ছে কেবল মুদি বাজার, আটা, ময়দা, চিনি, তেলের দাম। এদের দর কিছুটা কমেছে। তবে মসলার দাম বাড়ছে এবং আগামী সপ্তাহে ভারতের চাল রপ্তানি নিয়ে নেয়া সিদ্ধান্তে দেশে চালের দাম বাড়বে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

 

অন্যদিকে মাংসের বাজার আগের মতোই চড়া। নতুন কোন খবর নেই। বাড়তি দামেই কিনতে হচ্ছে মাংস।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর