ইনজুরিতে থাকার কারণে এশিয়া কাপের স্কোয়াডে থাকার পরও দলের সাথে যেতে পারছেন
না দলের অন্যতম পেসার ইবাদত হোসেন। দলে তার অনুপস্থিতিকে বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা
বলেন।
হাথুরু বলেন, ‘ইবাদত আমাদের অন্যতম কার্যকরী পেস বোলার। আমাদের যে পাঁচজন
পেসার গত কয়েকটি সিরিজে দারুণ খেলেছে, সে তাদের মধ্যে অন্যতম। এশিয়া কাপে তাকে না পাওয়া
দলের জন্য বড় ক্ষতি। এ মুহূর্তে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আশা করি, সে দ্রুতই সেরে
উঠবে।’
কোচের সাথে সাকিব আল হাসানও একমত পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘সে আমাদের
গুরুত্বপূর্ণ একজন সদস্য। দুর্ভাগ্যবশত সে যেতে পারছে না। তার না থাকাটা দলের জন্য
অবশ্যই ক্ষতি।’
আরআই