মারুফায় মুগ্ধ ভারতীয় ক্রিকেটার মান্দানা

রবি
২১ জুলাই ২০২৩

বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তারের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা। তিনি বলেছেন, ‘সে খুব ভালো একজন ক্রিকেটার। গত ম্যাচ শেষে তার সাথে খানিকটা কথা হয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে বলেছি যে তার পারফরম্যান্স আমাদের সবাইকেও দারুণ অনুপ্রাণিত করেছে।’

 

মিরপুরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মান্দানা এসব কথা বলেন।

 

মারুফার বোলিং এ্যাকশানের প্রশংসা করে তিনি আরো বলেছেন, ‘তার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণে এর চেয়ে আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে বল আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে।’

 

স্মৃতি বলেছেন, ‘তার বয়স কত, এটা কোনো ব্যাপার না। মাঠে যেভাবে সে নিজেকে উপস্থাপন করছে, ফিল্ডিংয়েও তা অসাধারণ। তার ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি, আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।’

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। ইতোমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে দু’দল। সমান সংখ্যক জয় নিয়ে সিরিজে সমতায় আছে দু’দল। শেষ ম্যাচটি তাই দু’দলের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে দু’দলকেই জিততে হবে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর