ছবি : সংগৃহিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রে
প্রেসিডেন্ট জো বাইডেন। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন এবং নাগরিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের
সাথে বিরোধ সত্ত্বেও এ বৈঠকে মিলিত হন দু’নেতা। বৈঠকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর
গুরুত্বারোপ করা হয়।
বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি দৃঢ় এবং লোহার মতো
কঠিন। মধ্যপ্রাচ্যে আরও স্থিতিশীলতা ও সংহতি আনতে দুই দেশ একসাথে কাজ করছে। আমরা অনেক
পরিশ্রম করছি। আমাদের কাজের বেশ উন্নতিও হয়েছে তবে আরও অনেক কিছু করতে হবে।’
বাইডেনের প্রশংসায় ইসরাইল প্রেসিডেন্ট হারজোগ বলেন, ‘বাইডেন ইসরাইলের অনেক
বড় বন্ধু। আমাদের কিছু শত্রু আছে, যারা মাঝেমাঝে আমাদের কিছু পার্থক্য নিয়ে আমাদের
অটুট বন্ধনকে প্রভাবিত করার চেষ্টা করে।
ইউক্রেন-রাশিয়ার তুমুল যদ্ধের মধ্যে ইসরাইল-আমেরিকায় এ বৈঠক আলোচনার জন্ম
দিয়েছে।
আরআই