জার্মানির শপিংমলে হামলা, নিহত ১০

২৩ জুলাই ২০১৬


জার্মানির মিউনিথ শহরের একটি শপিংমলে এলোপাথারি গুলিতে অন্তত ১০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্যা ফিনানসিয়াল এক্সপ্রেস ।


খবরে আরো জানানো হয়েছে, জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে। পুলিশ সেখানে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।


এই হামলার পর শহরটি বন্ধ করে দেওয়া হয়। হেলিকপ্টার দিয়ে তল্লাশী চালানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও জনগণ বের হওয়া সুযোগ পাচ্ছেন না।


এর আগে সোমবার জার্মানির ট্রেনের ভেতরে কুড়াল দিয়ে আক্রমণের পর থেকেই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছিল, বড় ধরনের আক্রমণ ঘটতে পারে। সাধারণ জনগণকে মিউনিখ পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিয়েছে।


এদিকে ঘটনার পর জরুরি বৈঠকে বসছেন জার্মানির কর্তৃপক্ষ। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেলের চিফ অফ স্টাফ পিটার আল্টমেইয়ার বলেন, 'কারা এবং কেন এই হামলা, তা এখনো স্পষ্ট নয়।' তিনি আরও 'এটা সন্ত্রাসী হামলা নয় বলে আমরা উড়িয়েও দিতে পারি না, আবার সেটি নিশ্চিত করে এখনি বলতেও পারছি না। তবে এসব বিষয় গুরুত্ব দিয়েই আমরা তদন্ত করছি।' শহরের মুজাখ এলাকায় অলিম্পিয়া শপিং মলের চারপাশের এলাকা ঘিরে দেওয়া হয়েছে।


বাংলাদেশ২৪অনলাইন/এমএইচ


মন্তব্য
জেলার খবর