বড় স্কোর গড়েও জয় পেল না সাকিবের বরিশাল

০৮ জানুয়ারী ২০২৩

বড় স্কোর গড়েও জয়ের দেখা পায়নি সাকিব আল হাসানের বরিশাল। বিপিএলের চতুর্থ ম্যাচে শনিবার রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ছয় উইকেটের জয় তুলে নিল মাশরাফি-মুশফিকের দল। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে বরিশাল। দলের হয়ে ঝড়ো ব্যাট করে ৬৭ রান করেন সাকিব। ৩২ বলে ৪ ছয় ও সাত চারের মারে এ রান করেন তিনি। জবাবে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স।

 

এদিন টস ভাগ্য পক্ষে ছিল সাকিবদের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। ব্যাটে নেমে ঝড় তোলেন সাকিব। বরিশলের বড় সংগ্রহের নায়ক ছিলেন সাকিব। এছাড়া চতুরঙ্গ ডি সিলভা ২৫ বলে ৩৬, এনামুল হক বিজয় ২১ বলে ২৯, ইফতিখার আহমেদ ১০ বলে ১৩, মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ১৯ এবং করিম জানাত ১২ বলে ১৭* রান করেন।

 

বরিশালের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় সিলেট। ওপেনার কলিন অ্যাকারম্যান আউট হন। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। উইকেট হারানোর ধাক্কা সামলে নাজমুল হোসাইন শান্ত ও তৌহিদ হৃদয়ের জুটিতে ম্যাচে ফেরে সিলেট। ১০১ রানের বিশাল জুটি গড়ে জয়ের ভীত গড়ে দিয়ে যান তারা।

 

৪০ বলে ৪৮ করে আউট হন শান্ত। ৩৪ বলে ৫৫ রান করে ফেরে হৃদয়। এরপর বাকী কাজ সারেন জাকির হাসান। তিনি ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে ব্যাটে নেমে সজোরে ব্যাট চালাতে থাকেন মুশফিক। ১১ বলে ২৩ রান করেন তিনি। ম্যাচসেরা হন তৌহিদ হৃদয়।


মন্তব্য
জেলার খবর