১৭ অক্টোবর খালেদার দুই মামলায় চার্জ শুনানি

০৪ অক্টোবর ২০২২

ভুয়া জন্মদিন পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত দুই মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে  চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর ) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এ দিন ধার্য করেন।

জানা গেছে, এ দুই মামলায় ৪ অক্টোবর চার্জ গঠন শুনানির দিন নির্ধারিত থাকলে অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে  আদালত সে আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩০ আগস্ট মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি হয়। ওদিকে ২০১৬ সালের ৩ নভেম্বর একই আদাতে মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগেরি মামলাটি হয়। স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আনা হয় মামলায়।

এমকে


মন্তব্য
জেলার খবর