করোনা রোগী কেউ মারা যায়নি ২৪ ঘণ্টায়

২৫ মার্চ ২০২২

দেশে করোনায় আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি।  এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ১০২ জনের। শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৬৮ জন। শুক্রবার (২৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৪৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ১৭।

এমকে

 


মন্তব্য
জেলার খবর