খালি মাঠে গোল দিতে চায় না আ.লীগ: ওবায়দুল কাদের

০৫ সেপ্টেম্বর ২০২২

প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। শেখ হাসিনা সরকার ভালো একটি নির্বাচন চায়। সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সেতুমন্ত্রীর দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে  এ কথা বলেন। টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি  এ সময় আহবান জানান ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন খুব বেশি দুরে নয়। জোট করে বা নিজেরা একা আসেন- সেটা আপনাদের ব্যাপার। ক্ষমতার মঞ্চে কোনো পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই, নির্বাচনে আসতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর