গ্রুপ বাড়ানোর জন্য আলতুফালতু লোককে সংগঠনে ঢুকানো যাবে না- এমন পরামর্শ দিয়ে ছাত্রলীগের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে নিজেদের, দলের ও দেশের বদনাম হয়। আমাদের পেছনে লোক লেগেই আছে, লেগেই থাকবে। তাই নিজেদের ঠিক থাকতে হবে।
বুধবার (৩১ আগস্ট) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান।
সভায় শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া। এত বড় একটা সংগঠন, আমরা ক্ষমতায় আছি বলে অনেকেই ভেতরে ঢুকে যায়। দলে ঢুকে অনেকে গোলমাল করে, বদনামটা হয় ছাত্রলীগের। তিনি জানান, ছাত্রদল যত অপকর্ম করে গেছে, সেটা নিয়ে কথা নেই। কিন্তু ছাত্রলীগের একটু হলে বড় নিউজ।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে প্রকৃত দেশপ্রেমিক হতে হবে। অসাম্প্রদায়িক চেতনা উদ্বুদ্ধ হতে হবে। স্বাধীনতার আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। তিনি জানান, চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসাবে নিজেকে গড়ে তোলা যায়। গড্ডালিকা প্রবাহের মতো অর্থসম্পদের পেছনে ছুটলে অর্থ সম্পদে ভেসে যেতে হয়। এতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না। দেশকেও কিছু দেওয়া যায় না, মানুষকেও দেওয়া যায় না- যোগ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের সাশ্রয়ী হওয়ার আহবান জানান এ সময়।
এমকে