চার সপ্তাহ ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এ সময়ে অসংখ্য মানুষ নিহত হয়েছেন দেশটিতে। আবার দেশ ছেড়ে পালিয়েছে অনেক মানুষ। ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এবার পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে জানাল সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতিতে দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার একটি ধারণা আছে। এটি সর্বজনীন। আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সমস্ত কারণ পড়তে পারেন। রাশিয়া কেবল তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যখন দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য একটি অস্তিত্বের হুমকি হয়, তবে এটি (পারমাণবিক অস্ত্র) আমাদের ধারণা অনুসারে ব্যবহার করা হতে পারে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৮ ফেব্রুয়ারি, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর মাত্র চার দিনের মাথায়, বলেছিলেন যে তিনি রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কতায় রেখেছেন।
সূত্র : বিবিসি