এবার ব্রিটেন থেকে ‘স্বাধীনতা’ চায় লন্ডন

২৬ জুন ২০১৬

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থাকতে চায় লন্ডন। শুক্রবার লন্ডনের প্রায় ৫০ হাজার বাসিন্দা এই দাবি জানিয়ে অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে লন্ডনের ভিন্ন মত থাকতেই পারে।

চেঞ্জ ডট ওআরজি নামের ওয়েবসাইটে উপস্থাপিত ওই পিটিশনে প্রায় ৫০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, 'লন্ডনকে যুক্তরাজ্য থেকে স্বাধীন ঘোষণা কর এবং ইইউ-তে যোগদানের জন্য আবেদন কর।' উল্লেখ্য, বৃহস্পতিবারের গণভোটে ব্রিটেনের ৫২ শতাংশ মানুষ ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিলেও লন্ডনের ৬০ শতাংশ মানুষই ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছেন। ওই পিটিশনে আরো বলা হয়, 'লন্ডন একটি আন্তর্জাতিক মহানগরী। আর আমরা ইউরোপের কেন্দ্র হয়েই থাকতে চাই।' সাদিক খান বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ইউরোপের একক বাজার ব্যবস্থার সঙ্গে আমাদেরকে অবশ্যই যুক্ত থাকতে হবে। ইইউর ৫০ কোটি মানুষের একক বাজার ও এর মুক্তবাণিজ্য সুবিধাসমুহ ত্যাগ করাটা হবে অনেক বড় বোকামি। আমি সরকারকে ইইউর সঙ্গে আলোচনার টেবিলে এই বিষয়টিকে প্রধান ইস্যু করেই সামনে এগোনোর পরামর্শ দিব।'

বাংলাদেশ২৪অনলাইন/এএন


মন্তব্য
জেলার খবর