মাঝ সমুদ্রে অসুস্থ ক্রিকেটাররা, দাঁড়ানোর অবস্থায় নেই কেউ

০১ জুলাই ২০২২

আটলান্টিকে ফেরি যাত্রায় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। রীতিমত যেন যমদূতের হাত থেকে ফিরে এসেছেন তারা। দু’পাঁচজন বাদে অসুস্থ হয়ে পড়েন সবাই। দাঁড়ানোর মতো অবস্থায় ছিলেন না কেউই।

 

পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই ক্যাসেট্রিজ বন্দরে পৌঁছায় টাইগাররা। নতুন এক অভিজ্ঞতার হাতছানি। ক্যাসেট্রিজ বন্দর থেকে যেতে হবে ডমিনিকা। মাধ্যম ফেরি। উত্তাল আটলান্টিক পার হতে হবে ফেরিতে করে।

 

&dquote;&dquote;

 

বিসিবি ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের কথা যখন পাকা করে, তখন ক্যারিবিয় ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল- সেন্ট লুসিয়া থেকে টাইগারদের ডমিনিকা যেতে হবে টাইগারদের। কিন্তু পাগলাটে আটলান্টিকের এ যাত্রা কতটা ভয়াবহ হতে পারে সেসম্পর্কে কোনো ধারণা ছিল না বিসিবির। কোনো যাচাই বাছাইহীন অপরিপক্ক এ সিদ্ধান্তের খেসারত বেশ ভালোভাবেই দিতে হলো মাহমুদুল্লাহ-সাকিবদের।

 

ফেরি ছাড়ার পর বেশ ফুরফুরে মেজাই ছিলেন সবাই। ছবি তোলা, আড্ডা দেওয়া খোস গলে্প মেতে ‍উঠেছিলেন। তবে আটলান্টিক পাড়ি দেওয়া ও কাছ থেকে একে দেখার এ রোমাঞ্চ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধ ঘন্টা পর অসুস্থ হতে শুরু করেন ক্রিকেটাররা। বার বার বমি করায় কেউ আর দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিলেন না। দেড় ঘন্টা এভাবে চলার পর মার্টিনি নামক দ্বিপে যাত্রা বিরতি করে। সেখান থেকে আরো দু’ঘন্টার পথ পাড়ি দিয়ে যেতে হবে গন্তব্যে। কিন্তু কোনোভাবেই যাত্রা করার অবস্থায় ছিলেন না ক্রিকেটাররা।

 

&dquote;&dquote;

 

তারা বাদবাকী পথ যাত্রায় অস্বীকৃতি জানান। তাদের জন্য ‍ভিসার ব্যবস্থা করে বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানান। বিসিবি কিভাবে না জেনে, না বুঝে এমন একটা যাত্রায় ক্রিকেটারদের পাঠিয়ে দিতে পারে- ভেবে রাগে ক্ষোভে ফুসতে থাকেন ক্রিকেটাররা।

 

কিন্তু শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেনি বিসিবি। বাকী দু’ঘন্টা পথ ফেরিতেই যাত্রা করতে হয় টাইগারদের।


মন্তব্য
জেলার খবর