সরকার মেগা প্রকল্পের নামে দেশকে ‘ঋণগ্রস্ত’করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তারা দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছি। অথচ চাকচিক্য দেখে অনেকে মনে করছি কত কী...? বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।
পদ্মা সেতুর নিয়ে দেশে মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসরদের বুকে অনেক জ্বালা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন- পদ্মা সেতু নয়, মেগা প্রকল্পের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচারের কারণেই বিএনপির গায়ে জ্বালা হচেছ। কারণ এ টাকা দেশের, দেশের মানুষের কষ্টার্জিত।
পদ্মা সেতু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার এখন গদগদ। কিন্তু এ সেতু কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে তৈরি করা হচ্ছে না। এদেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। যেটা করতে লাগতো ১০ হাজার কোটি টাকা, সেটা তৈরি করা হচ্ছে ৪০ হাজার কোটি টাকা দিয়ে। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ওরা বিদেশে সম্পদ করছে।
রাজধানী ঢাকারর মেট্রোরেল প্রকল্পের স্টেশন নির্মাণের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এত কাছাকাছি স্টেশনে দরকার নেই, পৃথিবীর আর কোথাও দেখিনি। এর কারণ অনেক টাকা পাওয়া যাবে। এদের লক্ষ্য হচ্ছে— দুর্নীতি ও লুট, বাংলাদেশকে লুটে নিয়ে যাওয়া।
‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে জিয়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এমকে