মারাত্মক বিপর্যয়ে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের

২৩ মে ২০২২

ষড়যন্ত্রের পথ পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে বিএনপিকে  মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচারের পথ পরিহার করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এতে দেশের অগ্রগতি ও সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা মুক্ত হবে। গণমাধ্যম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায়  সোমবার (২৩ মে)  এক বিবৃতিতে  এ কথা বলেন। মির্জা ফরুললের বক্তব্যকে গণমাধ্যম ও সাংবাদিকতা বিরোধী নতুন ষড়যন্ত্রের বর্হিপ্রকাশ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমে প্রতিদিন বিএনপি নেতাদের মিথ্যাচারের বিস্তারিত সংবাদ পরিবেশিত হচ্ছে, বিভিন্ন কর্মসূচি সরাসরি সম্প্রচার হচ্ছে। তাদের মনগড়া ও নির্জলা মিথ্যাচার কোনোরকম সম্পাদনা ছাড়াই গণমাধ্যমে প্রচার হচ্ছে।  তারপরও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তারা অবান্তর প্রশ্ন তুলছেন। অথচ বিএনপির শাসনামলে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার বিবেচনা করা হয়েছিল শ্রম আইনের-আওতায়। তাদের সময় সাংবাদিকদের নূন্যতম সামাজিক মর্যাদা রক্ষা করা হয়নি। তাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশে শেখ হাসিনার নেতৃত্বেই গণমাধ্যমের স্বাধীনতার আকাশ উন্মুক্ত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,  বর্তমান সরকার সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি এবং অধিকার সুপ্রতিষ্ঠার জন্য ‘গণমাধ্যমকর্মী আইন’ প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর