পুতিনের পরিকল্পণা ব্যর্থ হয়েছে : বাইডেন

১৩ মার্চ ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে জয়ী বা তার কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধে কখনও জয় আসবে না। তিনি কোনো লড়াই ছাড়া ইউক্রেন নিয়ন্ত্রেণের আশা করেছিলেন। তিনি ইউরোপীয় ঐক্যে চিড় ধরানোর আশা করেছিলেন। তিনি ন্যাটো জোটকে দূর্বল করার আশা করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রকে ভাঙার আশা করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।’

 

এর আগে আরেক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই : আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি অঞ্চল পূর্ণ শক্তিতে এক হয়ে রক্ষা করব। তবে, আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেব না। ন্যাটো ও রাশিয়ার মুখোমুখি সংঘাতের মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা ঠেকানোর চেষ্টা আমাদের করতে হবে।’


মন্তব্য
জেলার খবর