ঘরেই খোলা যাবে শেয়ার বাজারের লেনদেনের হিসাব

১০ ফেব্রুয়ারী ২০২১

শেয়ারবাজারে লেনদেনের জন্য বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব এখন থেকে ঘরে বসেই অনলাইনে খোলা যাবে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে এই সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
 

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে  এই সুবিধার উদ্বোধন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী একজন বিনিয়োগকারীর হিসাব খোলার মাধ্যমে এই সুবিধার যাত্রা শুরু  হয়।

 

বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, স্টেকহোল্ডার এই অনলাইন বিও অ্যাকাউন্ট থাকার কারণে নানা ধরনের সুপারভিশনিং এবং প্রসেসিং সুবিধা পাবেন। এতে সুবিধা হবে- যে কোনও সময়, যে কোনও বিও অ্যাকাউন্টকেন্দ্রিক তথ্য প্রবাহকে আরও সহজভাবে ব্যবহার করে সুন্দরভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, পুঁজিবাজারই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সক্ষমতা রাখে। সেটাকে আমরা সম্মিলিতভাবে সাফল্যমণ্ডিত করতে প্রচেষ্টা চালাবো।

 

এমকে


মন্তব্য
জেলার খবর