ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের আইনগত ভিত্তি নেই

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৫

দেশের বাজারে ভোজ্যতেলের দাম হুট করে লিটার প্রতি টাকা বাড়ানোর ব্যবসায়ীদের সিদ্ধান্তের আইনগত ভিত্তি নেই। দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কেনো সম্মতি নেওয়া হয়নি, কোনো কথাও হয়নি। সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে।

বুধবার ( ডিসেম্বর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কথা বলেন  বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন, আজকে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিষয়ে  পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। আলোচনা করে কর্মপন্থা ঠিক করা হবে। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।

তিনি জানান, ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৫০ লাখ লিটার তেল  দরপত্রের মাধ্যমে কমদামে কিনতে পারলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। আইন লঙ্ঘন করে থাকলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর