৩৪০ কোটি টাকা ঋণ নিচ্ছে বাংলাদেশ

০৮ ফেব্রুয়ারী ২০২১

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ নিচ্ছে বাংলাদেশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের সদর দফতর এই ঋণ অনুমোদন দিয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বিশ্বব্যাংক বলছে, ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।  করোনাকালে পুরো দেশের উন্নয়নকাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। একইসঙ্গে ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখবে ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।

 

এমকে


 


মন্তব্য
জেলার খবর