শেয়ার বাজার গতিশীলে নতুন উদ্যোগ

০৬ ফেব্রুয়ারী ২০২১

হঠাৎ পতনমুখী দেশের শেয়ার বাজারকে স্বাভাবিক ও গতিশীল রাখতে সুশাসন প্রতিষ্ঠাসহ বেশকিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব উদ্যোগ নিয়েছে। 

নতুন উদ্যোগের মধ্যে রয়েছে- প্রবাসীদেরকে ও বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে বিদেশে ‘রোড শো’  করা। আগামী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে  মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত দুবাই মলের কাছে স্কাইভিউ হোটেলে এই রোড শো হওয়ার কথা রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো- লেনদেন শুরুর আগেই দিনের সর্বোচ্চ দামে ক্রয়াদেশ দিয়ে শেয়ারের দাম প্রভাবিত করায় দুটি বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব সাময়িকভাবে জব্দ করা। পাশাপাশি লেনদেন যন্ত্রে এই ক্রয়াদেশ দেওয়ার সঙ্গে যুক্ত একজন ট্রেডারকে (অনুমোদিত প্রতিনিধি) সাময়িকভাবে লেনদেন কার্যক্রম থেকে বিরত করা হয়েছে।

এদিকে গত সপ্তাহজুড়েই শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। আর টানা তিন সপ্তাহ পতনের কারণে ২২ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে গত সপ্তাহেই হারিয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে কমেছে সবকটি মূল্য সূচক আর লেনদেনের পরিমাণও। ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় দেড় শতাংশ এবং লেনদেন সাড়ে ৩৭ শতাংশের মতো কমেছে।  বর্তমানে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি টাকা।এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মুলধন ছিল চার লাখ ৮৪ হাজার ১২ কোটি টাকা। 

তথ্য বলছে, আগের সপ্তাহে বাজার মূলধন কমেছে আট হাজার ২৭৭ কোটি টাকা। তার আগের সপ্তাহে বাজার মূলধন কমে ৯ হাজার ৪২০ কোটি টাকা। অবশ্য এর আগে টানা ৭ সপ্তাহের উত্থানে ডিএসইর বাজার মূলধন এক লাখ ১১ হাজার কোটি টাকা বেড়েছিল। অন্যদিকে সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় ছিল ৫৭টি কোম্পানি । দাম কমেছে ২১৯টির। আর ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর