রুদ্রনীলের সমালোচনায় তসলিমা নাসরিন

০১ ফেব্রুয়ারী ২০২১

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়েছেন টালিউডের অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের সমালোচনায় সরব হয়েছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, 'ফেসবুকে ঢুকলেই দেখি রুদ্রনীল রুদ্রনীল! কী ঘটেছে জানিনা। তবে নামটি দেখলে একটি দিনের কথা মনে পড়ে। আমি তখন কলকাতায় রওডন স্ট্রিটের ৭ নম্বর বাড়িতে থাকি। সম্ভবত ২০০৬ সাল। আমার বাড়ি থেকে কলকাতা টিভি খুব কাছে ছিল। টিভি থেকে আমাকে হঠাৎ হঠাৎ ডাকা হতো, কোথাও নারী নির্যাতন ঘটলে ও নিয়ে কথা বলার জন্যই সাধারণত।' 

'একদিন ভয়াবহ কোনও নারী নির্যাতন নিয়ে আলোচনা হবে, আমি একজন বক্তা, বাকি দু'জন বক্তার মধ্যে একজন এসে গেছেন, আরেকজন আসছেন, পথে। তৃতীয় জনকে ছাড়াই সময় হয়ে গেছে বলে আলোচনা শুরু করলেন পরিচালক। শুরু হওয়ার মিনিট দশেক পর যোগ দিলেন রুদ্রনীল, তৃতীয় বক্তা। অনুষ্ঠানের পরিচালক বোধহয় রুদ্রনীলের বন্ধু ছিলেন। ওকে দিয়েই মূলত কথা বলিয়েছেন, এবং ওর কথাগুলোই মাথা নেড়ে হাত নেড়ে সমর্থন করেছেন। একবার আমাকে প্রশ্ন করার পর উত্তরে পুরুষতন্ত্র দায়ি বা এরকম কিছু বলেছি, সঙ্গে সঙ্গে রুদ্রনীল ঘোষ বলে উঠলেন, পুরুষতন্ত্র আবার কী জিনিস? পুরুষতন্ত্রের কোনও অস্তিত্ব নেই সমাজে।'

'বললেন, হ্যাঁ পুরুষতন্ত্র নামে একটা জিনিস ছিল, ছিল প্রাচীনকালে। তাঁর দিদিমাদেরও দিদিমাদের আমলে। একালে পুরুষতন্ত্র নেই। একালে সর্বক্ষেত্রে নারী উপভোগ করছে সমানাধিকার। নারী নির্যাতন কখনই ঘটে না, যদি কখনও ঘটেই থাকে, ঘটে নারীদের দোষে। কোনও পুরুষতন্ত্র বা পুরুষ এর জন্য দায়ি নয়। আমি অনুষ্ঠানের বাকিটা সময় আর কোনও কথা না বলে প্রচণ্ড জ্ঞানী ব্যক্তিটির বক্তৃতা শুনে গেছি। ওঁর নাটক আমাকে আর টিকিট কেটে দেখতে হয়নি।'


মন্তব্য
জেলার খবর