রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকদূর অগ্রসর হওয়া সম্ভব

২৬ জানুয়ারী ২০২১

মানুষের ভেতর করোনা ভীতি দূর হলে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকদূর অগ্রসর হওয়া সম্ভব। করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলে করোনা ভীতি দূর হবে মানুষের। এমনটাই মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সোমবার (২৫ জানুয়ারি) এনবিআর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান জানান, চলতি বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ভ্যাকসিন  দেওয়া শুরু হলে করোনার প্রকোপ কমে আসবে। দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে। তিনি বলেন, গত অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আহরণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা।

প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১। বৈশ্বিক মহামারীর কারণে এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হচ্ছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর