প্রাথমিক তালিকায় টিকেছে ২০ জন

২০ ফেব্রুয়ারী ২০২২

নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ২০ জনের নামের প্রাথমিক একটি তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। এসব পদে বিভিন্নভাবে প্রস্তাব পাওয়া ৩২২ নামের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে এ তালিকা করা হয়েছে। আগামী দুই-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সামসুল আরেফিন, তিনি সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্বে আছেন।

চুড়ান্ত তালিকায় ১০ জনের নাম জায়গা পাবে, ইসি গঠন সংক্রান্ত আইন অনুযায়ী ইসি নিয়োগে সিইসি পদের জন্য দুইজন এবং অন্যান্য নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনের নামসহ  ১০ জনের নাম সুপারিশসহ রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি। এদের মধ্যে থেকে সিইসিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

সামসুল আরেফিন বলেন, সার্চ কমিটির পরবর্তী সভা রোববার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আজকের (শনিবার) সভায় কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

জানা গেছে, ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য সার্চ কমিটির হাতে  সময় আছে বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে ইসি নিয়োগে নাম প্রস্তাব করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে চিঠি দেয় সার্চ কমিটি। ব্যক্তিগতভাবে আবেদনসহ সিভি জমা দেওয়ার সুযোগও রাখা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩২২ জনের নাম প্রস্তাব পায় সার্চ কমিটি। প্রস্তাবিত নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ তালিকায় অধিকাংশই ছিলেন অধ্যাপক, বিচারপতি, সাবেক সচিব, সাবেক সামরিক কর্মকর্তা। তবে প্রস্তাবিত নাম থেকেই যে ১০ জনের তালিকা করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই আইনে। নিজস্ব বিবেচনা থেকেও ১০ জনের তালিকা করতে পারে কমিটি। 

তার আগে ইসি গঠন সংক্রান্ত আইন মোতাবেক ৫ ফেব্রুয়ারি এ সার্চ কমিটি গঠন করে দেন  রাষ্ট্রপতি। আইনে বলা হয়েছে- স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে সার্চ কমিটি।

এমকে


মন্তব্য
জেলার খবর