মন্তব্য
এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটির সিদ্ধান্ত হয়েছে। কবে থেকে এ ছুটি শুরু হয়ে কবে শেষ হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ঈদের আগের দুই সপ্তাহের শনিবার (১৭ ও ২৪ মে) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন।
জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন দেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি ৫ জুন শুরু হবে, শেষ হবে পারে ১৪ জুন।
বিডি২৪অনলাইন/এনই/এমকে