অ্যানরয়েডের ভুল ধরে ৭৪ কোটি জিতে নিল যুবক

১৯ ফেব্রুয়ারী ২০২২

ভারতের ভোপালের বাসিন্দা আমান পান্ডে। রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। গুগল অ্যান্ড্রয়েডে প্রায় তিনশ’ ত্রুটি ধরেছেন। এর পুরস্কারও পেয়েছেন। এ ত্রুটি ধরার বিনিময়ে তাকে ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭৪ কোটি টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।

 

বাগসমিরর নামে একটি সংস্থার সিইও আমান। গত বছরে গুগলের ‘ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার সেরা হয়েছেন আমান। ২০১৯ থেকেই অ্যান্ড্রয়েডের ত্রুটি ধরার কাজ শুরু করেন আমান। এ পর্যন্ত ২৮০টি ত্রুটি চিহ্নিত করেছেন।

 

ভোপাল এনআইটি থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনস, জাভা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন আমান। সাইবার নিরাপত্তা নিয়ে অনেক দিক ধরেই কাজ করছেন তিনি। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডের কোথায় কোথায় ত্রুটি রয়েছে যা ভেদ করে সহজেই হ্যাকাররা শিকার বানাতে পারবে, সেটা নিয়েও গবেষণা করছেন তিনি।

 

অ্যাপল, মাইক্রোসফট, গুগলের মতো বড় বড় সংস্থাগুলো তাদের সফটও্যারের ত্রুটি খুঁজে দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকে। সেই পুরস্কারের নাম ‘বাগস বাউন্টি’। শুধু আমান নন, এর আগেও অনেকে এমন ত্রুটি খুঁজে বের করে পুরস্কৃত হয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর