২০২৩ সালেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ

০৮ অক্টোবর ২০২১

মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে দুই বছর ধরে নিজেদের কারিগরি সহায়তায় ত্রুটি-বিচ্যুতি ছাড়াই সেবা দিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

 

২০২৩ সালের মধ্যেই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে দুই বছর ধরে নিজেদের কারিগরি সহায়তায় ত্রুটি-বিচ্যুতি ছাড়াই সেবা দিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনা সভায় মন্ত্রী এসব কথা জানান।

 

তিনি আরো বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, ফাইভ-জি নেটওয়ার্ক চালু এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে যে প্রতিশ্রুতি নির্বাচনি ইশতেহারে দেয়া হয়েছিল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তিনটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।’

 

গত দুই বছরে নিজেদের কারিগরি সহায়তায় স্যাটেলাইট সেবায় কোনো ত্রুটিবিচ্যুতি হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অচিরেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন করার সব প্রস্তুতিও নেয়া হয়েছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর