এ মুহূর্তে লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই সরকারের: পররাষ্ট্রমন্ত্রী

০৯ জানুয়ারী ২০২২

অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই লকডাউন চাচ্ছেন তারা । কিন্ত দেশে এ মুহূর্তে  লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। রোববার ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রাজধানী ঢাকায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এর উদ্বোধন হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশ যাওয়া-আসার বিষয়ে সরকারের তরফ থেকে সবাইকেই নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষত বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। করোনার সংক্রমণ ঠেকানোর চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে- যোগ করেন মন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর