নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫

 আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। তাদের ভোট দিতে নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রচেষ্টা আছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য  জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিজ্ঞাপন

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলন আখতার আহমেদ। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন এটার যে টেকনিক্যালিটিজ আছে, ট্রল এর মাধ্যমে যথা সময় আপডেট জানিয়ে দেওয়া হবে।

প্রবাসীদের ভোটিংয়ের ব্যাপারে দুটা প্লাটফর্ম করা হয়েছে।  এর একটা হচ্ছে প্রবাসে এনআইডিধারী বাংলাদেশিরা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হবে। এর অ্যাপটা বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়মিতভাবে ব্রিফিং করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর