ঢাকা ম্যাস ট্রানজিটে লোকবল নিয়োগ

০১ জুলাই ২০২১

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে বিভিন্ন শূণ্য পদে ১৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চলমান প্রকল্পের জন্য এসব লোকবল নেয়া হবে। আগ্রহীরা অনলাইন থেকে ফরম পূরণ করে ডাকযোগে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট। 

আবেদন করতে হলে ১-৮-২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য বলা হয়েছে। (http://dmtcl.teletalk.com.bd) এই ওয়েব সাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২- পুরানা এলিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা- ১০০০ ঠিকানায়। আবেদন জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২১। 

*আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/1bfa673b_2fa3_4363_9bf5_00249d68eb26/2021-06-29-12-30-e3b32d49c63f70cc77403315cca71727.pdf


মন্তব্য
জেলার খবর