প্রায় শতভাগ অভিভাবকই স্কুল খোলার পক্ষে

১১ মে ২০২১

করোনা উদ্ভুদ পরিস্থিতে বিদ্যালয় খুলে দিলে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের  ৯৭ দশমিক ৭ শতাংশ অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালযে পাঠাতে চান।  মাধ্যমিকের ক্ষেত্রে একই মত দিয়েছেন  ৯৬ শতাংশ অভিভাবক। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকের ১৯ শতাংশ এবং মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে আছে। যৌথ গবেষণা জরিপে এ তথ্য তুলে ধরেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। করোনার কারণে গত বছরের মার্চ থেকে  বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (১০ মে) অনলাইনে এ জরিপের  তথ্য তুলে ধরেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

শহর ও গ্রামের ৬ হাজার ৯৯ জন অভিভাবকের ওপর জরিপের ভিত্তিতে গবেষণাটি করা হয়। গত ১১ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনার  কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫৯ লাখ ২২ হাজার  শিক্ষার্থী ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। তাই করোনাভাইরাসের গতিবিধি দেখে পুনরায় স্কুল খোলার দিনক্ষণ ঠিক করতে হবে।

জরিপে বলা হয়, প্রাথমিকের ৫১ শতাংশ  ও  মাধ্যমিমের ৬১ শতাংশ শিক্ষার্থী পড়াশোনার ক্ষতি এড়াতে কোচিং ও গৃহশিক্ষকের মাধ্যমে পড়ালেখা চালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে। করোনায় শিক্ষার ব্যয় বেড়েছে, গ্রামীণ পরিবারে ১১ গুণ ও শহুরে পরিবারে ১৩ গুণ। প্রাথমিকের ১৯ শতাংশ এবং মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিখতে না পারার (লার্নিং লস) ঝুঁকিতে রয়েছে। পুনরুদ্ধার কর্মসূচি হাতে নিয়ে শিক্ষার্থীদের না শেখালে তারা ঝরে পড়বে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর